জীবনবোধের কবিতা
জীবনের পানিবদল (বিদায়)
জীবনটা যেনো অনেকটা মাছের মত।
এতদিন বাস করতাম স্বাদু পানিতে,
মিষ্টি পানির নদীতে।
ঝর্ণা থেকে শুরু করে কুলুকুলু শব্দে
বয়ে চলতে চলতে এ নদী আমাকে
নিয়ে এলো এক সমুদ্রের মুখোমুখি।
নদী-সমুদ্রের মোহনায় পৌছে
আমি অপেক্ষা করছি।
অপেক্ষা করছি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য।
এতদিন ছিলাম নদীর মিষ্টি পানিতে,
আর এখন সাগরের নোনা পানিতে।
এ নদী আমাকে যত্নে বড় করেছে।
করেছে সমুদ্রবাসের উপযোগী।
আজ আমি শত চাইলেও আর
এ মিষ্টি পানিতে থাকতে পারব না।
যে মোহনায় আমি দাঁড়িয়ে,
সেখানে ওঁৎ পেতে আছে জেলেদের জাল,
আমার অনেক বন্ধু সে জালে ফেঁসে যাবে,
এ আমি জানি, তারাও জানে।
আজ আমার সম্মুখে যে সমুদ্র,
সেখানে আছে বিক্ষুব্ধ তরঙ্গের খেলা,
আছে চড়াই-উৎরাই, আছে হাঙর,
আছে বিরাটকায় তিমি,
আর ক্ষুধার্ত হিংস্র কুমির।
নিত্য লড়াই করে আমাকে বাঁচতে হবে।
এত দুর্বিপাকের মাঝে বাঁচতে হলে,
তেমনি বিরাট আকৃতির কেউ হতে হবে,
নয়তো অভিশপ্ত জেলেদের জাল
আর হাঙর কুমিরের পেটেই স্থান।
হে মিষ্টি পানির বন্ধুগণ,
তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো।
প্রার্থনা করো যেনো এই বিক্ষুব্ধ
সমুদ্রের উত্তাল তরঙ্গের সাথে
নিজেকে মানিয়ে নিতে পারি।
আর জীবনের উত্থান-পতনে
সে ঈশ্বরের মহিমাই স্মরণ করি।
আমি তোমাদের অপেক্ষায় থাকবো।
__________________
১২/১২/১৬
সকাল ৬ টা।
গেরুয়া সিটি, সাভার, ঢাকা।
nice sir
উত্তরমুছুন