Marquee text

Welcome to My Site

আত্মজীবনীমূলক রসাত্মক কবিতা-১

             সপ্তশিরা (পান)


ধরণীর বুকে কত কি যে আছে বিচিত্র তার শান,
তার মাঝে এক আজব সৃষ্টি আমার দেশের পান।
পান চিবানোর মানুষ হেথায় হরেক রকম কত,
কারো আবার দাঁত হয়েছে লাউয়ের বিচির মতো।
আশি বছরের দাদুর এখনো পানের নেশা জাগে,
পান চিবানোর যোগ্যতা গেছে বছর দশেক আগে।
মুখে দাঁত নাই শিয়রের পাশে ছাম-গাইন তার আছে,
পান-সুপারি পিষিয়া দিতে নাতনী রহিছে কাছে।
ছেঁচানো পান দাদু মুখে পুরে দেয় দাঁতের মাড়ির হাসি,
তাই দেখিয়া নাতি-নাতনীরা খুশি যেন রাশিরাশি।
দাদু পান খায় চেগাইয়া চেগাইয়া দাদি খায় মশমশ,
নানা যদি খায় চপচপ করে নানি করে খসখস।
ছোটরা খাইয়া আয়না দেখে কার হলো কত লাল,
কেউবা আবার লাল লাগি খেত ডেউয়া গাছের ছাল।
    *       *       *
কলেজে পড়িতে আজিজার স্যার বলিতেন মজা রবে,
ছাগলেও খায় কাঁঠাল-পাতা পানের কথা ভেবে।
হো হো করে হাসি বন্ধুরা তার হাসিত কয়েক গুণ
ছাগলেও যদি সুপারি পাইত কিংবা খানিক চুন !
স্কুলে এক বন্ধু ছিল মোর নাম বলিব না ঠিক,
স্কুলড্রেস তার ভরিয়া যাইত লাগিয়া পানের পিক।
কতদিন স্যারের ধোলাই খাইল রৌদ্রে ধরিয়া কান,
স্কুলই শেষে ছাড়িয়া দিল সে তবু ছাড়িলনা পান।
সবকিছু দেখি, শুনি আর ভাবি পানের এত দাম !
পান-সুপারি আমার দেশের অদ্ভুত এক নাম।।
 _________________________ 
সকাল ১১ টা 
২৩ বৈশাখ ১৪২৩ 
আ ফ ম কামালউদ্দিন হল। 
জাবি, ঢাকা।

২টি মন্তব্য:

ধন্যবাদ

Blogger দ্বারা পরিচালিত.