Marquee text

Welcome to My Site

সমুদ্র বিলাস

সমুদ্র বিলাস  
  আবু ওয়াহেদ
সৈকতে দাঁড়িয়ে ক্ষণিক কান পেতে শুনি ঢেউয়ের কল্লোল,
নিষ্পলক নয়নে চেয়ে দেখি ঊর্মির উত্তাল তরঙ্গ।
সহসা এক ঢেউয়ের ঝাপটা ভিজিয়ে দিল আমায়,
তারপর ফিরে গেল সমুদ্রের মাঝে।
সমুদ্রের ঢেউ তো সমুদ্রেই ফিরে যায়।
আমি আবার চেয়ে দেখি সে ঢেউয়ের খেলা,
সাগরের তীরে ঠাঁয় দাড়ানো ভেজা শরীরে, 
শীত করেছিল সামান্য—অসুস্থতা ছোঁয়নি আমায়।
——————–
১৭ নভেম্বর ২০১৯
ডগরমোড়া, সাভার
ঢাকা।

কোন মন্তব্য নেই

ধন্যবাদ

Blogger দ্বারা পরিচালিত.