Marquee text

Welcome to My Site

ব্যঙ্গধর্মী রম্য কবিতা-১(শিশুতোষ)

গোঁফ-সমাচার

এই যে খোকন বলছি শোনো গোঁফধারীদের ছড়া, গোঁফের মাঝে জীবন যাদের গোঁফই বাঁচা মরা। নাকের নিচে কাঁটার মতো গোঁফটা দেখে হায়, সজারুদের পড়ে মনে ভীষণ হাসি পায়। মোটা মোটা গোঁফে ওদের উকুন থাকে বটে, তাইতো চায়ে চুবিয়ে নিয়ে জিহ্বা দিয়ে চাটে। পোকা-মাকড় থাকে যদি গোঁফের গহীন বনে, বিড়ির ধোঁয়া নাক দিয়ে তাই বেরোয় ক্ষণে ক্ষণে। গোঁফের কাঁটার গুতোয় ওদের বউ পালিয়ে যায়, তাইতো ওরা দিশেহারা করে যে হায় হায়! ______________________ ১ মার্চ ২০১৭ খ্রি. গেরুয়া সিটি, সাভার ঢাকা-১২৪২।

কোন মন্তব্য নেই

ধন্যবাদ

Blogger দ্বারা পরিচালিত.