ব্যঙ্গধর্মী রম্য কবিতা-২ (শিশুতোষ)
কাক-ভূষণ্ডী বুড়ি
এক দেশে দুই বুড়ি ছিলো
কাক-ভূষণ্ডীর মতো,
ভাবটা ওদের সতীন সতীন
ভাবে লোকে কতো।
চাইতো সবাই মরুক ওরা
মরে না ভাই তবু,
একজন হলো ম্যাডাম মোদের
আরেকজনে বুবু।
এক চুম্বকের দুই মেরুতে
করতো তারা বাস,
বিকর্ষণের ধর্ম ওদের
থাকতো বারো মাস।
কালো চশমা চোখে ম্যাডাম
মেকাপ করে যতো,
বুবু আবার লিপিস্টিকের
খরচ বাড়ায় ততো।
বুবুর গায়ে শক্তি বেশি
ম্যাডাম ভীষণ 'সিক',
চুলোচুলি লাগিয়ে দিলে
জিতবে বুবু ঠিক।
সবাই অধীর মুখোমুখি
বসবে তারা কবে?
ম্যাডাম-বুবুর চুলোচুলি
দারুন মজা হবে।
___________________________
৩ মার্চ ২০১৭ খ্রি.
গেরুয়া সিটি, সাভার
ঢাকা।
কোন মন্তব্য নেই
ধন্যবাদ