Marquee text

Welcome to My Site

গ্রাজুয়েট ভোট


গ্রাজুয়েট ভোট
                   আবু ওয়াহেদ

আমরা সকলেই referendum বা গণভোটের কথা জানি। রাজনীতির ক্ষেত্রে এটি বহুল প্রচলিত একটি শব্দ। সোজা ভাষায়, যখন কোন বিষয়ে দেশের জনগনের মতামত নেওয়ার প্রয়োজন হয় তখন তা গ্রহণে যে ভোট, সেটাই গণভোট। দেশের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন। কিন্তু এখানে কথা হচ্ছে- সেই পদ্ধতিটা কতটুকু গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত কিংবা কোন শ্রেণীর দেশের জন্য এটা প্রযোজ্য। যদি দেশের জনগণ শতভাগ শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত হয়, দেশের ভালো মন্দ এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়াদি প্রসঙ্গে সম্যক জ্ঞানের অধিকারী হয়, তাহলে ঐরুপ গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামত বা গণভোট গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ উন্নত দেশগুলোর কথা বলা যায়। কিন্তু বাংলাদেশের মত একটি দেশে, যেখানে সাধারন মানুষের শিক্ষার হার যত-ই বলা হোক না কেনো তা নিত্তান্তই অপ্রতুল। আর উচ্চশিক্ষা তো আরও নগণ্য। এহেন অবস্থায় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের মতামত প্রদানের মত জ্ঞান নেই বললে অত্যুক্তি হবে না। আর যেটুকু আছে তা আমাদের স্বভাবগত অতি আবেগপ্রবণতায় বিলীন হয়ে যায়।

তাহলে কি বাংলাদেশে গণভোটের প্রয়োজন নেই? আমার ক্ষুদ্রজ্ঞান বলে- না, নেই। যেটার প্রয়োজন আছে সেটা হল-গ্রাজুয়েট ভোট। দেশের উচ্চশিক্ষিত গ্রাজুয়েট যারা আছেন তাঁরা এরূপ রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়ে সচেতন। দেশের কোন বড় ধরনের নীতি-নির্ধারন কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রাজুয়েট ভোটের আয়োজন করা যেতে পারে। আর এই কাজটি ঐ গণভোটের তুলনায় হাজারগুণ সহজেই সম্পন্ন করা যাবে। কারণ, দেশের সাধারন জনগণের তুলনায় উচ্চশিক্ষিতের সংখ্যা অনেক কম। এটি গণভোটের মত ব্যয়বহুল হবে না বা সময়ক্ষেপণও করবে না। উপরন্তু কার্যকর ফল প্রদান করবে, কেননা উচ্চশিক্ষিতরা কোন ধরনের প্রভাবমুক্ত থেকে সেই ভোট প্রদান করতে পারবেন যেটা গণভোটে আশা করা বাতুলতার শামিল। গণভোটের ক্ষেত্রে যেটা হয় তা হচ্ছে-স্থানীয় উচ্চশিক্ষিতরা যা বলেন অন্যরা তারা তা মেনে নিয়েই ভোট প্রদান করেন। তাহলে তার দরকার কী? তার তুলনায় সহজসাধ্য গ্রাজুয়েট ভোট আয়োজন করলেই অতি সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।

গ্রাজুয়েট ভোটের বিষয়টিকে আমি একটি খসড়া চিন্তারূপে দেশের বুদ্ধিজীবী মহলের কাছে উপস্থাপনের চেষ্টা করছি মাত্র। বিষয়টিকে আরও বিশ্লেষণ করার মাধ্যমে তাঁরা এরকম গ্রাজুয়েট ভোট আয়োজন করতে পারেন তাহলে আশা করি দেশের অনেক বড় রড় রাজনৈতিক সংকট সহজেই সমাধান হতে পারে। আমি এ বিষয়ে বুদ্ধিজীবী মহলের দৃষ্টি আকর্ষণ করছি ॥

কোন মন্তব্য নেই

ধন্যবাদ

Blogger দ্বারা পরিচালিত.